INX দুর্নীতি মামলায় চূড়ান্ত রায় ঘোষণা হলো। ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পি চিদম্বরম। এই সময়ের মধ্যে পরিবারের সদস্যরা ৩০ মিনিটের জন্য তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। আদালতে সিবিআইয়ের আইনজীবি সলিসিটর জেনারেল তুষার মেহতা চিদম্বরমের বিরুদ্ধে তদন্তে অসহযোগীতার অভিযোগ করেন।
চিদম্বরমকে হেফাজতে রেখে প্রশ্ন করা জরুরি এই মর্মে তাঁর ৫ দিনের হেফাজতের আর্জি জানিয়েছিলেন তিনি। আদালতে চিদম্বরমের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল। সিব্বল জানিয়েছেন অর্থমন্ত্রী হিসেবে আইএনএক্স মিডিয়ায় লগ্নীকরণে সম্মতি দেননি চিদম্বরম ও এই মামলায় ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের কাউকেও গ্রেফতার বা জেরা করা হয়নি।
তবে শুনানি শেষের আগে পাল্টা চিদম্বরম জানিয়েছিলেন ৫০ লক্ষ টাকা নিয়ে কোনও প্রশ্ন করেনি সিবিআই। বিদেশেও তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছিলেন চিদম্বরম। সিঙ্গাপুরের ব্যাঙ্কে কার্তির ব্যাঙ্ক অবৈধ হওয়ার অভিযোগে তিনি জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিয়ে কার্তির অ্যাকাউন্ট খোলা হয়েছিলো।
উল্লেখ্য, ২০০৮ সালে একটি বেসরকারি নিউজ চ্যানেলে নিয়ম বহির্ভূত ভাবে বিদেশি লগ্নি আসে বলে অভিযোগ। তৎকালিন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রভাব খাটিয়ে সেই সুযোগ করে দেন। আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটির বিদেশি লগ্নি করা হয়েছিল, কিন্তু ৪.৬২ কোটি বিদেশি লগ্নির অনুমতি ছিলো। চেস ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর কার্তি ঘুরপথে বিদেশি লগ্নি আনেন বলে অভিযোগ ওঠে।
Be the first to comment