সিবিআই হেফাজতে থাকলেও ইডি-এর গ্রেফতারি থেকে আরও একদিন রেহাই পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার শীর্ষ আদালতে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল অভিযোগ তোলেন যে INX মিডিয়া মামলার গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছে ইডি। তবে তা চিদম্বরমকে দেখানো হয়নি। এরপর কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “ইডি-এর হলফনামায় বলা হয়েছে, এখনও দুর্নীতি সংক্রান্ত তদন্ত শেষ হয়নি। তাহলে কীসের ভিত্তিতে গ্রেফতারি? এরপর ইডি মামলায় মঙ্গলবার পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিলো চিদম্বরমকে। আজ ইডি মামলায় সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও একদিন বাড়ানো হলো।
এদিকে INX মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে ইডি-এর আবেদনে বুধবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। একইসঙ্গে দিল্লি হাইকোর্টে আগাম জামিন খারিজের বিরোধিতা করে চিদম্বরমের আবেদনও শুনবে শীর্ষ আদালত। এর আগে গতকাল সকালে সুপ্রিম কোর্টে চিদম্বরমের আগাম জামিন সংক্রান্ত আবেদনটি খারিজ করে আর ভানুমতি ও এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ। তবে আজ ফের দিল্লি হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন চিদম্বরমের আইনজীবী অভিষেক মনু সিংভি। এরপরই এই সংক্রান্ত আবেদনটি আগামীকাল ফের শুনবে বলে জানিয়ে দিল আদালত। আগামীকাল দুপুর ২টো থেকে হবে সেই শুনানি। ততক্ষণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে পারবেন না ইডি আধিকারিকরা।
এদিকে ইডি মামলা থেকে রেহাই পেলেও ৩০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে চিদম্বরমকে। ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর ২২ অগাস্ট তাঁকে আদালতে তোলা হলে ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিবিআই-এর বিশেষ আদালত। সেই মেয়াদ শেষ হলে গতকাল চিদম্বরমকে ফের আদালতে তোলে সিবিআই। আর সেখানে চিদম্বরমের হেফাজতের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে সিবিআই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চিদম্বরমকে আরও ৪ দিনের সিবিআই হেফাজতে পাঠায় আদালত।
Be the first to comment