৪ দিনের সিবিআই হেফাজতে চিদম্বরম

Spread the love

ফের সিবিআই হেফাজতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ চারদিন বাড়ালো দিল্লির সিবিআই আদালত ৷ ৩০ অগাস্ট তাঁকে ফের আদালতে তোলা হবে। এর আগে সোমবার চিদম্বরমের পেশ করা আগাম জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশের পর চিদম্বরমের হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত পুরোপুরি বর্তায় সিবিআই আদালতের উপর।

প্রসঙ্গত, সোমবার সকালে সুপ্রিম কোর্টে চিদম্বরমের আগাম জামিন সংক্রান্ত আবেদন পেশ করেন আইনজীবী কপিল সিব্বল। কপিল জানান, দিল্লি হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজের পর শীর্ষ আদালতে যান চিদম্বরম। আগাম জামিন নিয়ে আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয় মঙ্গলবার ও বুধবার ৷ আবেদনের শুনানি শুক্রবার হবে বলে শীর্ষ আদালত জানায় ৷ তারপরও অপেক্ষা না করে বুধবারই চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এতে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চিদম্বরমের ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হয়েছে।

তবে এই যুক্তির পরও প্রাক্তন অর্থমন্ত্রীর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি কারণ INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। পাশাপশি চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলে শীর্ষ আদালত।

এরপর CBI আদালতে শুরু হয় মামলার শুনানি । সেখানে CBI-এর আইনজীবী তুষার মেহতা তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন চিদম্বরমের বিরুদ্ধে । এরপর চিদম্বরমের CBI হেপাজতের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াতে অনুরোধ করেন আদালতকে । এই আবেদনের ভিত্তিতেই চিদম্বরমকে 30 অগাস্ট পর্যন্ত ফের CBI হেপাজতে পাঠানোর নির্দেশ দেয় CBI-র বিশেষ আদালত ।

অবশ্য এর আগে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল অভিযোগ তোলেন যে INX মিডিয়া মামলার গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছে ED । তবে তা চিদম্বরমকে দেখানো হয়নি । ED-র তরফে সেই অভিযোগ খারিজ করা হয় । নথি ফাঁস হওয়ার ক্ষেত্রে ED পালটা অভিযোগ আনে চিদম্বরমের বিরুদ্ধেই । এরপর কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “ED-র হলফনামায় বলা হয়েছে, এখনও দুর্নীতি তদন্ত সমাধান হয়নি । সমানাধ না হয়ে থাকলে কীসের ভিত্তিতে গ্রেপ্তারি?” এরপর ED মামলায় আগামীকাল পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয় চিদম্বরমকে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*