উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদিপ জৈন কলকাতা আসছেন। তিনি ওই দুই জেলার পুলিশ কর্তা, জেলাশাসক, নির্বাচনী পর্যবেক্ষক, রির্টানিং অফিসারদের নিয়ে বৈঠক করবেন। প্রসঙ্গত, এবার দুই উপনির্বাচনে প্রতিটি বুথেই ভিভিপ্যাট ব্যবহার করা হবে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ১৮১৮টি বুথ এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ২৭৩টি বুথ রয়েছে। দুই কেন্দ্রের নির্বাচনের জন্য কমিশনের পর্যবেক্ষকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। উলুবেড়িয়ায় অতিরিক্ত থাকছে পুলিশ পর্যবেক্ষক। মুখ্য নির্বাচনী দফতর সূত্রে শুক্রবার এই খবর জানা গিয়েছে।
ফাইল ছবি
Be the first to comment