
রোজদিন ডেস্ক, কলকাতা:- এই মাসেই নববর্ষ উপলক্ষে শুভ উদ্বোধন হতে চলেছে কালীঘাটের স্কাইওয়াক ও দীঘার জগন্নাথ মন্দির। নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে আগেই জানিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর থেকে ফিরে আরো একবার জানিয়ে দিলেন ১৪ এপ্রিল কালীঘাটের কালীমন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কালীঘাট স্কাইওযাকের আরো একবার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “১৪ এপ্রিল কালীমন্দিরের স্কাইওয়াক ও উন্নয়ন উদ্বোধন। এমাসেই দিঘার জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে। আমাদের অনেক কাজ আছে।”
যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর আগে জানিয়েছিলেন, ” বাংলা বছরের শেষদিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হবে। সময় ও সূচি এখনও স্থির হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে সেসব স্থির করবেন।”
আজ সেই দিনক্ষণই আবারো জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির পরিকল্পনা দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়িও। এছাড়া কালী মন্দিরের মাথায় তিনটি স্বর্ণচূড়া বসানো হয়েছে। তাই সেইগুলির সম্পূর্ণ কাজ এবং স্কাইওয়াকের অবশিষ্ট কাজ পরিপূর্ণ করেই উদ্বোধন হতে চলেছে ১৪ই এপ্রিল।
Be the first to comment