
রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। এতদিন মামলার দায়িত্বে সামলাচ্ছিলেন সঞ্জয় বসু। এখন থেকে এই দায়িত্ব তুলে দেওয়া হল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে।
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বিষয়ে সংঘাত ছিল। এসবের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছিল উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে রাজভবন এবং বিধানসভার মধ্যে টানপোড়েন। দুই বিধায়ক চেয়েছিলেন রাজ্যপাল বিধানসভায় এসে তাঁদের শপথবাক্য পাঠ করান। কিন্তু রাজ্যপাল বলেছিলেন, শপথ রাজভবনেই হবে। এসবের পর মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন সি ভি আনন্দ বোস।
এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর হয়ে এই মামলা লড়ছিলেন সঞ্জয় বসু। এখন থেকে এই মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থার পক্ষ থেকে আইনজীবী বদল করার কথা জানানো হয়েছে। সঙ্গে বলা হয়েছে, এই সলিসিটার ফার্মকে না জানিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল মামলায় হাইকোর্ট যেন কোনও পদক্ষেপ না করে।
Be the first to comment