পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিকেল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চিকিৎসা গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কর্তৃক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ব ভারতের সেরা মেডিকেল কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল।

এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”আমি খুবই আনন্দিত যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে। এসএসকেএম হাসপাতাল দ্বিতীয় স্থানে রয়েছে। সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন!” তিনি আরও লিখেছেন, ”আমি সবসময় বিশ্বাস করি যে বাংলার স্বাস্থ্যসেবা পরিকাঠামো দেশের মধ্যে অন্যতম সেরা, যা সকলের জন্য একটি মডেল। এই স্বীকৃতি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। জয় বাংলা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*