
রোজদিন ডেস্ক, কলকাতা:- গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সোমবার ফুরফুরা শরিফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নিয়োগ আটকে রয়েছে OBC শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই। তিনি বলেন,বললেন, ‘লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না’।
আদালতের নির্দেশে ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাই কোর্টের এই নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এ দিকে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ-তরুণীর চাকরিতে নিয়োগ আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সে জন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না।’
Be the first to comment