লন্ডন সফরের আগে দুটি টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী, দলের দায়িত্ব বক্সী-অভিষেকের উপর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডন সফরের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক দায়িত্ব বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে রাজ্যের কাজকর্ম দেখভালের জন্য দুটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। একদিকে প্রশাসনিক কাজের তদারকি করবেন সচিব এবং পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি একটি কমিটি, অন্যদিকে মন্ত্রীদের নিয়ে গঠিত একটি টাস্ক ফোর্স রাজ্যের বিভিন্ন বিষয়ে নজরদারি চালাবে। দলের দায়িত্বে থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামিকাল, অর্থাৎ শুক্রবার লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, “বিজিবিএস-এর সময় বাইরে থেকে যাঁরা আসেন, তাঁরা আমাকে আমন্ত্রণ করেন। বলেন, আমরা তো এখানে আসি, আপনিও একবার আসুন। আমরা শেষ বিদেশ সফর করেছিলাম ২০২৩ সালে। বাংলায় কিছু কুচক্রী দাঙ্গা বাধানোর চেষ্টা করেন। তাই আমি বাইরে যেতে পারি না। জাপান এবং পোল্যান্ড থেকেও আমন্ত্রণ রয়েছে, কিন্তু এবার আমি শুধুমাত্র লন্ডনেই যাচ্ছি। কারণ, আমাকে তাড়াতাড়ি দেশে ফিরতে হবে।”
মুখ্যমন্ত্রী লন্ডন সফরে থাকাকালীন প্রশাসনিক কাজকর্ম যাতে বাধা না পায়, তার জন্য তৈরি করা হয়েছে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স। এই কমিটিতে থাকছেন আইএএস আধিকারিক বিবেক কুমার, নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র এবং পুলিশ আধিকারিক রাজীব কুমার ও মনোজ ভার্মা। তাঁরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এবং নিয়মিত মনিটরিং চালিয়ে যাবেন।
এছাড়া, মন্ত্রীদের নিয়ে গঠিত পৃথক একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে, যাতে রাজ্য সরকারের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলতে পারে। সেখানে মন্ত্রীদের মধ্যে থাকছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও সুজিত বসু। প্রয়োজনে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে, রাজনৈতিক দিক সামলানোর জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সম্মান বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। রাজ্যের স্বার্থেই বিদেশ সফরে যেতে হয়। ইংল্যান্ড ও বাংলার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, সেই সম্পর্ক আরও মজবুত করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২৪ মার্চ ব্রিটিশ হাইকমিশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২৫ মার্চ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গুরুত্বপূর্ণ অধিবেশন থাকছে। ২৬ তারিখে গভর্মেন্ট টু গভর্মেন্ট মিটিং। আর ২৭ তারিখে অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*