ধামসা বাজিয়ে কালী পূজার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক :-  আগামীকাল ধনতেরাস। আর তার পর থেকেই শুরু হচ্ছে ভূতচতুর্দশী, কালীপুজো, দেওয়ালি ও ভাইফোঁটা,পর পর উৎসবের সমাহার। এই উপলক্ষে সোমবার কলকাতার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন গিরীশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, চেতলা ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাব সহ অন্যান্য প্রতিষ্ঠানের পুজো। উদ্বোধনের সময় তিনি ধামসা বাজিয়ে উৎসবের আনন্দ বাড়ান।

মুখ্যমন্ত্রী বলেন কালীপুজোর প্যান্ডেল ও প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীরা আজ থেকেই মণ্ডপে প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানবাজারের ইতিহাস ও রানি রাসমণির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাংলার ঐতিহ্যকে সম্মান জানানো উচিত।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘স্বাধীনতা আন্দোলন এবং নবজাগরণের সময় বাংলা ছিল অগ্রগামী। আলোর উৎসবে আনন্দের সঙ্গে পরিবেশ এবং অন্যের ক্ষতির দিকে লক্ষ্য রাখতে হবে। সবদিক থেকে সতর্ক থাকুন এবং পরিবেশবান্ধব বাজি ফাটানোর চেষ্টা করুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*