স্কাইওয়াকের উদ্বোধনে গিয়ে আইন হাতে তুলে না নিয়ে প্ররোচনাকে জয় করার বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আইন হাতে তুলে না নিয়ে প্ররোচনাকে জয় করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে নবনির্মীত স্কাইওয়াকের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুমতি নিয়ে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। আইনের জন্য আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনও ব্যাপারে, প্ররোচিত হবেন না, প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে।’ এদিন ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধেও সরব হন মমতা। প্রশ্ন তোলেন ‘এত অসহিষ্ণুতা কেন? আমি অন্য কোনও প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়। আমার টাইটেলও বদলে দেওয়া হয়। অথচ আমি বরাবরই বলি ধর্ম যার যার, উৎসব সবার’।
বেশ কয়েকদিন ধরেই ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার কাছে ভাঙড়ও। একদিকে যেমন মানুষের প্রাণ গেছে তেমনি, পুড়েছে পুলিশের গাড়ি, আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরা। বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বহু মানুষ ঘরছাড়া। সাম্প্রতিক কালে এমন পরিস্থিতি বাংলায় তৈরি হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, পুলিশ সময়মতো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে আগেও মুখ্যমন্ত্রী শান্তি রক্ষার বার্তা দিয়েছেন। এদিনও তারই পুনরাবৃত্তি করলেন বলা যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্ম মানে তো শ্রদ্ধা, ধর্ম মানে ভালবাসা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, সংস্কৃতি, সম্প্রীতি। আমরা জন্মের সময়ে একা আসি। একাই চলে যাই। তাই কীসের ধর্ম, কীসের দাঙ্গা। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*