দুই মেধাবী দেবদত্তা-অর্চিষ্মানকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যকে শীর্ষ স্থানে নিয়ে গেছেন খড়্গপুর ও কাটোয়ার দুই মেধাবী শিক্ষার্থী অর্চিস্মান নন্দী ও দেবদত্তা মাঝি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার। সেই পরীক্ষায় সর্বপ্রথম তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের দুই মেধাবী পড়ুয়া খড়্গপুরের অর্চিষ্মান নন্দী এবং কাটোয়ার দেবদত্তা মাঝি। বাংলার এই দুই মেধাবী পড়ুয়ার প্রাপ্ত নম্বর ১০০ তে ১০০। এর আগে দেবদত্তা মাধ্যমিক পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন। আর এ বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় বাজিমাত করলেন পূর্ব বর্ধমানের মেয়ে। এ বছর জয়েন্ট এন্ট্রান্সে ১০০ তে ১০০ পেয়েছেন মোট ২৪ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের এই সাফল্যে টুইট করে দেবদত্তা মাঝি ও অর্চিষ্মান নন্দীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন,’আমাদের দেবদত্তা মাঝি এবং অর্চিষ্মান নন্দীকে অভিনন্দন জানাই, যারা ২০২৫ সালের জেইই মেইনসে ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশব্যাপী এই মর্যাদাপূর্ণ পরীক্ষায় শীর্ষস্থানে স্থান পেয়েছে।
আমাদের জন্য এটাও আনন্দের যে তারা দুজনেই ২০২৩ সালে তাদের নিজ নিজ দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিল।
এই দুই মেধাবী শিক্ষার্থীকে আমি ১লা জুন, ২০২৩ তারিখে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সম্মানিত করেছিলাম।
আমি বিশেষভাবে খুশি যে দেবদত্তা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ছাত্রী ছিল এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদে তার পড়াশোনা চালিয়ে গেছে।
দেবদত্তা রাজ্য-পরিচালিত বিদ্যাসাগর বিজ্ঞান অলিম্পিয়াডের একজন দক্ষ এবং ২০২২ সালে উক্ত অলিম্পিয়াডে শীর্ষ স্থান অর্জন করেছিল। তাদের সাফল্য আমাদের গর্বের বিষয় এবং আমাদের রাজ্যের শিক্ষার মান নির্দেশ করে।
তোমাদের উভয়কেই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সরকার তোমাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*