
রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপাতত সেই কর্মসূচিই বেশ কিছুটা পিছিয়ে গেল। কারণ হিথরো বিমানবন্দরের অগ্নিকাণ্ড ফলে মুখ্যমন্ত্রীর সফর আজ স্থগিত হয়ে যায়। শনিবার সকালে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু, হিথরো বিমানবন্দরে আগুন লাগার জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয়েছে বলে জানা যাচ্ছে। সে কারণেই তাঁর সফরও বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে। আগামী ২৪ তারিখ সোমবার মুখ্যমন্ত্রী বিদেশ সফরে বেরোচ্ছেন বলে জানা যায়।
Be the first to comment