মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

Spread the love

আটমাস আগে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এতগুলো মাস কেটে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি ৷ যা নিয়ে আদালত রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করলেন ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ৷ আগামী ২০ মে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে এর কারণ দর্শাতে হবে ৷

দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব, পরিবহণসচিব ও অর্থসচিবকে আলোচনা করে কী স্কিম করা যায়, তা নির্ধারণ করতে বলেছিলেন ৷ কিন্তু আট মাস কেটে গেলেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি। নির্ধারণ হয়নি পেনশন স্কিম ৷ আর তাতেই আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণসচিব রাজেশ সিনহা ও অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে ৷

শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আদালতের নির্দেশ না মানার দায়ে তিনজনের বিরুদ্ধে রুল জারি করেলেন। এই বিষয়ে মামলাকারীর আইনজীবী সমীরণ মণ্ডল বললেন, “দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা অবসরের পর এখনও পেনশন পাচ্ছেন না। অথচ উত্তরবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা এবং সিটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। হাইকোর্ট চার মাসের মধ্যে স্কিম চালু করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে। কেন আদালতের নির্দেশ এতদিনেও কার্যকর করা হয়নি, তার ব্যাখ্যা করতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*