বড়দিনের দুপুর, স্কুল ছুটি। তাই মনের আনন্দেই দিদির সঙ্গে খেলছিল ছোট্ট জয়দীপ। খেলতে খেলতেই হঠাৎ তার গলায় আটকে যায় একটা বেলুন। দম বন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যে মারা যায় শিশু। মর্মান্তিক এই ঘটনা আলিপুরদুয়ার থানার উত্তর জিতপুর এলাকার।
মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল ছয় বছরের জয়দীপ। খেলার ছলেই মাটিতে পড়ে থাকা বেলুন মুখে ঢুকিয়ে নেয় সে। সেই সময় শিশুর বাবা-মা বাড়িরে ভিতরই ঘুমোচ্ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে তাঁদের। জয়দীপকে নিয়ে যাওয়া হয় আলিপুর জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। শিশুকে মৃত বলে বলে ঘোষণা করেন ডাক্তার।
জয়দীপের বাবা পেশায় গাড়ি চালক, মা আয়ার কাজ করেন। দুজনেই ঘুমিয়ে থাকায় প্রতিবেশীদের চিৎকার দেরিতে কানে আসে। চিকিৎসকরা জানাচ্ছেন, একটু আগে আনলে হয়ত জয়দীপকে বাঁচানো যেত। দেরি করার ফলেই বেলুন তার মুখে আটকে যায়। চেষ্টা করেও তা বের করা যায়নি। শিশুর মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।
Be the first to comment