বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ৪ বছরের পুত্রকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ৬ দিন নিখোঁজ থাকার পরে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ। ঘটনার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিস। ৮ বছর আগে মল্লিকপুরের বাসিন্দা ইকবাল হোসেন মণ্ডলের সঙ্গে বিয়ে হয় রহিমা বিবির। বিয়ের প্রথম কয়েক বছর কোনও অশান্তি ছিল না সংসারে। বছর চারেক আগে তাঁদের একটি পুত্র সন্তানও হয়। নাম আরমান মণ্ডল।
তারপরই নানা কারণে দাম্পত্য অশান্তি শুরু হয়। ইকবালের পরিবারের অভিযোগ, একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রহিমা। সেই বিষয় নিয়ে ইকবালের সঙ্গে প্রায়শই ঝগড়া তাঁর। একাধিকবার বাড়ি ছেড়ে চলে যান রহিমা বিবি। ২ মাস আগে ফের অশান্তি করে ছেলেকে নিয়ে বাড়ি ছাড়েন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। দিন সাতেক আগে ইকবাল জানতে পারেন, আরমান নিখোঁজ। ঘটনায় পালটা ইকবালের বিরুদ্ধে পুলিসে অপহরণের অভিযোগ দায়ের করেন রহিমা। ৬ দিন পরে রবিবার মল্লিকপুরের একটি পুকুরে ভেসে ওঠে আরমানের দেহ।
এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্বামীর সঙ্গে সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে, পথের কাঁটা সরাতেই আরমানকে খুন করেছেন রহিমা, অভিযোগ ইকবালের পরিবারের। দম্পতির অশান্তির কথা স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ইকবালের পরিবার।
Be the first to comment