জন্মের পর থেকেই অসুস্থ সন্তান ৷ তাই, বেশিরভাগ সময় হাসপাতালে থাকতে হয় তাকে। ছেলের হাত-পা একেবারে রোগা, সারা গায়ের রং হলুদ হয়ে গেছে ৷ আর এই রাগ থেকেই হাসপাতালের পাঁচতলার বারান্দা থেকে তিন মাসের শিশুকে ছুড়ে ফেলে দিলেন মা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির ৷ উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা ৷ কিংস জর্জ মেডিকেল ইউনিভার্সিটি (KGMU) হাসপাতালের ট্রমা সেন্টারে সোমবার ঘটনাটি ঘটে। CCTV ফুটেজে দেখাও গেছে ঘটনাটি ৷ পুলিশ ওই মহিলাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হাসপাতালের পাঁচতলার ওয়ার্ডের সামনেই বারান্দায় ঘুমোচ্ছিলেন ওই মহিলার স্বামী ও এক আত্মীয়। নিজের তিনমাসের শিশুটিকে বারান্দা থেকে ফেলে দেওয়ার পর ভয়ে ওয়ার্ডে ফিরে এসে চিৎকার শুরু করেন ওই মহিলা। অভিযোগ জানাতে থাকেন, ওয়ার্ড থেকে তাঁর শিশুটি নিখোঁজ হয়ে গেছে। শিশুটিকে চুরি করা হয়েছে বলেও তিনি হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। পরে হাসপাতালের CCTV ফুটেজ দেখে আসল ঘটনা জানাজানি হয়।
মহিলার স্বামী জানান, জন্মের পর থেকেই ছেলে অসুস্থ ৷ লিভারের সমস্যা ও জন্ডিসে ভুগছিল ৷ তারপর থেকেই মহিলার মানসিক অবস্থা ভালো ছিল না ৷ গোরক্ষপুরের বি আর ডি মেডিকেল কলেজে জন্মেছিল শিশুটি ৷
Be the first to comment