দেড় বছরের ছেলে কে হত্যা করার দায়ে বাবাকে যাবদজ্জীবন কারাদন্ডে দন্ডিত করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট।
আদালত সূত্রে জানা গেছে,২০১২ সালে ১৭ জুলাই করনদিঘি থানার আলতাপুরের বাসিন্দা মহঃ কলিমুদ্দিন তার দেড় বছরের ছেলে সাহাদ আক্রমকে খুন করে। কলিমুদ্দিনের স্ত্রী মেহেফুজা খাতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছিল।সেই মামলায় ইসলামপুর এর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক হেমন্ত কুমার সিনহা কলিমুদ্দিন কে যাবদজ্জীবন কারাদন্ডে দন্ডিত করলেন ৷ তারসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ৷ অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন ।
এরপরেই বাকি প্রতারক চক্রের সঙ্গে যুক্তরা ভয় পেয়ে বাবলু ও ভাস্করের ১ লক্ষ ৯৬ হাজার ৯১ টাকা ও ১ লক্ষ ৩ হাজার ৯৯৩ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেয়। নিজেদের টাকা ফেরত পেয়ে খুশি বাবলু ও কুন্তল। বৃহস্পতিবার তারা দুজনে বনগাঁ থানায় এসে আইসি সতিনাথ চট্টরাজ ও অন্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান। তাঁদের সাফ বক্তব্য পুলিশ সম্পর্কে এত দিন ভুল ধারনা ছিল তা ভেঙ্গে গেল।
Be the first to comment