সোশ্যাল নেটওয়ার্কিং মারফত ছড়িয়ে পড়ছিল চাইল্ড পর্নগ্রাফি এবং রেপ ভিডিও ৷ শুধু গুগল সার্চেই নয় ৷ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছিল এই ভিডিও ৷ যার জেরে দেশজুড়ে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় ৷ আর এই পরিস্থিতি রুখতেই কড়া পদক্ষেপ নিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত ৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইয়াহু মাইক্রোসফট এবং গুগল থেকে ভিডিও গুলি সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করাতেই সোশ্যাল সাইটগুলির বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করল সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিলেন ডেভলপমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ৷ কিন্তু সেই নির্দেশও অমান্য করেছে সোশ্যাল মিডিয়া ৷ আদালত ১৫ জুনের মধ্যে এই মামলায় সংস্থাগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
Be the first to comment