পাঁচ দিনের ভারত সফরে চিলির রাষ্ট্রপতি, মোদির সঙ্গে সারলেন দ্বিপাক্ষিক বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাঁচ দিনের ভারত সফরে মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে পা রাখলেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। রাষ্ট্রপতি হয়ে এটাই তাঁর প্রথম ভারত সফর। এদিন দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (এমওএস) পবিত্রা মার্গারিটা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিমানবন্দরে অবতরণের পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। তার ভারতে আগমনের কথা এক বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানায়।

 

 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ ভারতে পা রেখেই চিলির রাষ্ট্রপতি তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘এখান থেকে আমরা ভারত সফর শুরু করছি। এই সফর একটি ঐতিহাসিক মুহূর্ত। এমন এক সময়ে আমরা ভারত সফরে এলাম যখন বহুপাক্ষিক সহযোগিতা আগের চেয়ে আরও বেশি প্রয়োজন। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী ও বৈচিত্র্যময় করার জন্যই এই সফর। আমরা কথা বলব বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ও সর্বাধিক জনবহুল দেশের সঙ্গে, যাদের সঙ্গে আমরা কৃষি ব্যবসা, উদ্ভাবন ও সৃজনশীল শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমান স্বার্থ ও প্রবৃদ্ধির সুযোগ ভাগ করে নিই।’ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করতে এখানে এসেছি।’
এদিন ভারতে এসেই চিলির রাষ্ট্রপতি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান।
এরপর বিকালে দিল্লির হায়দরাবাদ হাউসে চিলির রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতায় স্বাক্ষর করেন দুই রাষ্ট্রনেতা। প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন তাঁরা। এরপর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণে যাবেন চিলির রাষ্ট্রপতি।
এরপর তিনি আগরা, মুম্বাই এবং বেঙ্গালুরের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন।
প্রসঙ্গত, চিলির সাথে ভারতের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। ল্যাটিন আমেরিকা অঞ্চলে চিলি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এলএসি অঞ্চলের চিলিই একমাত্র দেশ যারা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে একজন বিশেষ দূত পাঠিয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং সন্ত্রাসবাদ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিষয়ে উভয় দেশের মতামতের মিল রয়েছে। এলএসি অঞ্চলে চিলিও ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বলে জানায় বিদেশ মন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*