ফের ডোকালামেও বাড়ছে চিন সেনার আনগানো

Spread the love

একদিকে গালওয়ান সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। ঘাঁটি গেড়ে বসে চিনের লালফৌজ। শুধু ঘাঁটি গেড়ে বসে থাকা নয়, একের পর উস্কানি চিনা বাহিনীর। যদিও চিনকে জবাব দেওয়ার জন্যে ফুঁসছে ভারতীয় সেনাবাহিনী। লে-লাদাখের আকাশে ইতিমধ্যে উড়তে শুরু করেছে যুদ্ধবিমান, হেলিকপ্টারও। একদিকে যখন গালওয়াল নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে অন্যদিকে তখন ফের বাড়ছে মাথা চারা দিচ্ছে ডোকালমও।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গানওয়াল নিয়ে অশান্তির মধ্যেই ডোকলামে আসে লাল ফৌজ। কার্যত বলা যায় ডোকালমের রেইকি করে গিয়েছে চিনা সেনা। সূত্রে জানা যাচ্ছে, ভুটান সেনার আউটপোস্টে বেশ কিছুক্ষণ তারা সময় কাটান। এরপর ডোকলাম পর্যন্ত এগিয়ে আসে। তারপর সেখানকার ভূ-কৌশলগত বেশ কয়েকটি ছবিও চিনা বাহিনী তোলে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

ওই সূত্রই জানাচ্ছে, সেখানে চিনা ফৌজের দলবল প্রায় মিনিট তিরিশেক সময় ছিল। অনেক নয়, তবে ১০ জনের একটি চিনা ফৌজনের দল ডোকালমে ঢোকে বলে সূত্রে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*