চিনের উত্তর-পূর্বাঞ্চলের একটি খনিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় ১১ শ্রমিকের। নিখোঁজ রয়েছেন দু’জন। আহত হয়েছেন অন্তত ৯ জন। এএফপি সূত্রে জানা গেছে, লিয়াওনিং প্রদেশের বেনজিতে চীনের জাতীয় খনিজ উত্তোলনকারী সংস্থা হুয়ামি গ্রুপের আকরিক লোহার খনিতে মঙ্গলবারের বিস্ফোরণ ঘটে।
জানা গিয়েছে, খনিটির প্রায় এক কিলোমিটার গভীরে বিস্ফোরক নামানোর সময় দুর্ঘটনাটি ঘটে। গোটা খনির নিরাপত্তা ব্যবস্থাই ভেঙে পড়ে। উদ্ধারকার্য শুরু হতেই কয়েক ঘণ্টা লেগে যায়। স্থানীয় সময় বুধবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে খনি থেকে প্রথম ৬ শ্রমিককে উদ্ধার করা হয়। কিছুক্ষণ পরে আরও ১৭ জনকে থেকে বের করে আনা হয়। সবশেষে মৃতদেহ গুলোও বের করা হয়। নিখোঁজ দু’জন শ্রমিকের সন্ধান চলছে বলেও জানা গেছে।
Be the first to comment