ঊর্ধ্বগামী কোভিড গ্রাফের মধ্যেই সামনে এল কোভিড মৃত্যুর খবর। গত এক বছরে এই প্রথম কোভিড মৃত্যু হল চিনে।
শনিবার কোভিডে মৃত্যুর ঘটনার কথা স্বীকার করেছে চিন। সেদেশের ন্যাশনাল হেলথ কমিশনের ওয়েবসাইটে মৃত্যুর খবর জানানো হয়েছে। চিনের উত্তর-পূর্বে জিলিন প্রদেশে দুটি কোভিড মৃত্যু হয়েছে।
এই এলাকা উত্তর কোরিয়া এবং রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। চিনের মোট সংক্রমণের দুই তৃতীয়াংশ ওই প্রদেশেই রয়েছে। গত কয়েকদিন ধরেই চিনে বাড়ছে কোভিড সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে একাধিক এলাকায় লকডাউন করেছে পুলিশ প্রশাসন। জিলিন ছাড়াও দক্ষিণ পূর্ব এলাকার ফুজিয়ান এবং দক্ষিণ চিনের গুয়াংডং এলাকায় কোভিড প্রকোপ বাড়ছে। বেজিং জানিয়েছে, বেশ কিছু প্রদেশে সংক্রমণের হারও বেশি। ন্যাশনাল হেলথ কমিশন বলেছে যে ২০২০ এর পর সর্বোচ্চ এই আক্রান্তের সংখ্যা।
Be the first to comment