রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা-নেত্রী থেকে শুরু করে চিফ অফ ডিফেন্স বিপিন সিং রাওয়াতের মতো আরও অন্তত ১৫ জন প্রাক্তন সেনাপ্রধান এখন রয়েছেন চিনের গোপন নজরে ৷
চিন সরকার এবং চিনা কমিউনিস্ট পার্টির নজরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি থেকে শুরু করে ১০ হাজারের বেশি হাই-প্রোফাইল ব্যক্তি ৷ তাঁরা কী করছেন, কী করতে পারেন ইত্যাদি সব তথ্য জানা এবং নজরদারির জন্য শেনজেনের প্রযুক্তি সংস্থার সাহায্য নিচ্ছে চিন সরকার ৷ Zhenhua Data Information Technology Co. Limited সংস্থার মাধ্যমে চিনের নজরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধি এবং তাঁর পরিবার, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজস্থানের অশোক গেহলত, পঞ্জাবের অমরিন্দর সিং, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, ওড়িশার নবীন পট্টনায়কের মতো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনাথ সিং, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েলের মতো কেন্দ্রীয় মন্ত্রী, প্রধান বিচারপতি শরদ বোবদে, রতন টাটা, গৌতম আদানির মতো শিল্পপতিরা প্রত্যেকেই রয়েছেন চিন সরকারের নজরে ৷ যা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। বিদেশমন্ত্রক এই বিষয়গুলি দেখে। ভারত সরকারকে আমি বিশ্বাস করি।
Be the first to comment