নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৩১টি গাড়িতে ধাক্কা মেরেছে বেসামাল একটি ট্রাক। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। জখম হয়েছেন অন্তত ৪৪ জন। পুলিশ জানিয়েছে আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার, এই দুর্ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম চিনের লানঝাউ প্রদেশে।
পুলিশ জানিয়েছে, প্রচুর জিনিসে ঠাসা ছিল ঘাতক ট্রাকটি। সম্ভবত জিনিসের অতিরিক্ত ভারেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। দুর্ঘটনাটি ঘটেছে একটি এক্সপ্রেসওয়ের উপর। ওই এক্সপ্রেসওয়ের টোল বুথে সেই সময় দাঁড়িয়ে ছিল ৩১টি গাড়ি। বেসামাল ট্রাকটি গিয়ে সটান ধাক্কা মারে ওই গাড়িগুলিতে। ট্রাকের চালক লি ফেং-কে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে লানঝাউ প্রদেশের পুলিশ। চিনের এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই প্রথম লি ফেং এত চওড়া রাস্তায় ট্রাক চালাচ্ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
পরিসংখ্যান বলছে এ ধরণের মারাত্মক দুর্ঘটনা চিনে নতুন নয়। বেশ কিছু সময় চালকরা ট্র্যাফিক নিয়ম ভেঙে থাকেন। আর এই প্রবণতা এতটাই মারাত্মক যে ২০১৫ সালে শুধু গাড়ি দুর্ঘটনায় চিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৮ হাজার মানুষের। সমীক্ষা বলছে চিনের প্রায় ৯০ শতাংশ মৃত্যুই হয় ট্র্যাফিক নিয়ম ভাঙা এবং তার ফলে হওয়া অ্যাক্সিডেন্টের জন্য। মারাত্মক চোট পেয়ে নিমেষে শেষ হয়ে যায় তরতাজা প্রাণ। শনিবারের ঘটনার এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম চিনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল অন্তত ১৫ জনের।
Be the first to comment