আমেরিকার লর্ডস অফ দ্য রিং কিংবা গেমস অফ থ্রোনসকে টক্কর দিয়ে তৈরি চিনের সবথেকে বেশি খরচে বানানো ফিল্ম আসুরা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শুরু সপ্তাহে ফিল্মের বিক্রি দেথে তা তুলে নেওয়া হয়েছে। ৭৫০ মিলিয়ন ইউয়ান বা ১ কোটি ১২ লাখ ডলারের এই ফিল্ম প্রথম সপ্তাহান্তে ৫০ মিলিয়ন ইউয়ানেরও কম আয় করতে পেরেছে। চিনা উপকথাকে ভিত্তি করে বানান হয়েছে ফিল্মটি। নামী চিনা শিল্পীদের নিয়ে প্রচুর চকমকে গ্রাফিক্স দিয়ে তৈরি হয়েছে আসুরা। এখন প্রযোজকরা নতুন করে ফিল্মটি বানানোর কথা ভাবছেন। পরে আবার সেটির রিলিজ করার কথা ভাবা হচ্ছে। তাদের আশা,পরের বার লক্ষ্মীর আশীর্বাদ পাবে তারা। চিনা সিনেমার ইতিহাসে এটিই সবথেকে বড় ফ্লপ। ১ লাখ ৫ লক্ষ ডলার লোকসান। আলিবাবা পিকচার্স, ঝেনজিয়ান ফিল্ম স্টুডিও এবং নিংক্সিয়া ফিল্ম গ্রুপ যৌথভাবে এই ফিল্মটি প্রযোজনা করেছে। পৌরাণিক এক মেষপালকের গল্প এটি। রিলিজের আগে কাগজে দারুণ প্রশংসা করা হয়েছিল ফিল্মটির। হলিউডের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছিল আসুরা।
Be the first to comment