বলাকা সেনঃ
জলরঙে আঁকা ঝকঝকে একটা খড়ের ছাউনি
দুটো শিশু মুখ, লাউডগা উঠেছে জ্যোৎস্না মেখে
গত বর্ষার ভগ্নাংশ লেগে এবড়োখেবড়ো গহ্বরে
তাতে, অন্ধকার ঠেলে চাঁদ সবার দরজায় দেবে টোকা
কোনো বিরহীর ঠোঁট থেকে এক ছিলিম আগুন পড়েছে ঝরে,
একটু দূরে জ্বলছে এখনো
জ্বলছে…
চিত্রকার চাইছে এক বিন্দু জল–
চাঁদ, বিরহী কে কথা দিয়েছে দাবানলের!
Be the first to comment