অংশুমান চক্রবর্তী –
চৈত্র মাস এবং বাংলা বছরের শেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত অনুষ্ঠিত হল চড়ক উৎসব। পিছিয়ে ছিল না হাওড়া জেলাও। বিভিন্ন অঞ্চলে শিবমন্দিরকে কেন্দ্র করে বসে চড়ক ও গাজনের মেলা। মাথা চালার পরে ঝাঁপ দেন সন্ন্যাসীরা। হাওড়ার মাকালহাটির কাঁছারিতলা এবং মুন্সিরহাট পাতিহালের রামপুর শিবতলায় বসে জমজমাট চড়কের মেলা। দুই জায়গাতেই সন্ন্যাসীদের ঝাঁপ দেখার জন্য উৎসব প্রাঙ্গণে নামে মানুষের ঢল। জগাছার চড়কডাঙার মাঠেও বসেছিল চড়কের মেলা। প্রতিটি মেলাতেই বিক্রি হয় সাজের ও নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস এবং জিলিপি, পাঁপড় ভাজা, ঘুগনি প্রভৃতি
Be the first to comment