ছট পুজোয় শুভেচ্ছা এবং সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

লালুপ্রসাদ যাদবকে ছট পুজোর শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওয়াটগঞ্জের দইঘাটে ছট পুজোর অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, বিহার এবং বাংলায় ছট পুজো এক। আগে অভিযোগ ছিল ঘাটের অবস্থা ভালো নয়। আলো ছিলো না। সাংসদ থাকাকালীন আমি ঘাটগুলির সংস্কারের কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি ইদ, মহরম, ছট পুজো, বড়দিন সমান গুরুত্বপূর্ণ। এই ছট পুজো উপলক্ষে তিন দিন ধরে ঘরের মা-বোনেরা উপোস করে থাকেন, আমিও ছট পুজোর উপবাস রেখেছি। সকলে সম্প্রীতি বজায় রেখে সাবধানে উৎসব পালন করুন। তাড়াহুড়োতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে নজর রাখবেন। বাংলায় আমরা সব উৎসবকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করি। উৎসব তখনই সার্থক হয়, যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে তাতে সামিল হন। আপনাদের উৎসবে কি ফিরহাদ হাকিম আসতে পারেন না, তিনি মুসলিম বলে। নাম যাই হোক, সকলের শরীর দিয়ে একই রক্ত বইছে। সবাই আমরা মানুষ, এটাই হোক আমাদের পরিচয়। সবাই ভালো থাকুক, যাঁরা আসতে পারেননি তাঁদেরও শুভেচ্ছা জানাই।

দই ঘাটের পার্শ্ববর্তী তক্তা ঘাটেও মুখ্যমন্ত্রী ছট পুজো উৎসবে সামিল হয়ে সকলকে শুভেচ্ছা জানান এবং সর্বধর্মসমন্বয়ের কথা বলেন।

ছবি- প্রশান্ত দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*