বড়দিন ও বর্ষবরণে শিথিল রাজ্যের কোভিডবিধি, ৯ দিন থাকছে না রাত্রিকালীন নিষেধাজ্ঞা

Spread the love

সামনে বর্ষশেষের উৎসব। সঙ্গে আবার নতুন বছরকে স্বাগত জানানো পালা। এই উৎসবের মরশুমে রাজ্যের কোভিডবিধি শিথিল করলো সরকার। ওমিক্রন আতঙ্কের মাঝেই রাত্রিকালীন কারফিউ থেকে হোটেল-রেস্তরাঁ খুলে রাখার সময় বদলে দিল নবান্ন। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়া নির্দেশিকা অনুযায়ী,  ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। বড়দিন ও নববর্ষের কথা মাথায় রেখে নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সাধারণত ২৫ ডিসেম্বর থেকে ১ জানুযারি, উৎসবের মেতে থাকেন রাজ্যের বাসিন্দারা। ভিড় জমে কলকাতার পার্ক স্ট্রিট-সহ একাধিক অঞ্চলে। হুল্লোড়ে মাতেন শহরবাসী। এবার তাঁদের কথা মাথায় রেখেই রাজ্যের কোভিডবিধি শিথিল করা হলো। কিন্তু উৎসবের মাঝেই মাথাচাড়া দিয়েছে ওমিক্রন আতঙ্ক। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আতঙ্কিত রাজ্যবাসীর একাংশ।

উল্লেখ্য, ইতিপূর্বে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর দিনও শিথিল করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিডবিধি কার্যকর থাকবে। ছাড় শুধু এই ৯ দিন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*