ক্রিসমাসের ছুটিতে ছোটদের হোমওয়ার্ক নয়। সেসময় তারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাবে। ইতালির শিক্ষামন্ত্রী সব স্কুলকে এমনই নির্দোশ পাঠিয়েছেন। বলেচেন, কম হোমওয়ার্ক দিতে হবে। এই মর্মে চিঠিও পাঠানো হচ্ছে স্কুলগুলিতে। তিনি পড়ুয়া আর তাদের বাবা-মার বিশ্রাম সম্পর্কে সবাইকে সচেতন করাতে চান। হোমওয়ার্কের ফলে পারিবারিক কাজকর্মে অসুবিধা হয়। তাই ক্রিসমাসে সবাই একসঙ্গে সময় কাটান।
প্রতি সপ্তাহে ইতালির ছাত্রছাত্রীদের গড় ৮ ঘণ্টা ৭ মিনিট হোমওয়ার্কের পিছনে যায়। একমাত্র রাশিয়াতেই এর থেকে বেশি হোমওয়ার্ক দেওয়া হয় — ৯ ঘণ্টা ৭ মিনিট। আমেরিকায় সপ্তাহে গড়ে ৬ ঘণ্টা ১ মিনিট খরচ করতে হয় হোমওয়ার্কের জন্য। ফিনল্যান্ডের পড়ুয়াদের সপ্তাহে গড়ে ২ ঘণ্টা ৮ মিনিট, দক্ষিণ কোরিয়ায় ২ ঘণ্টা ৯ মিনিট হোমওয়ার্ক দেওয়া হয়।
আবার ইতালির তিনমাসের গরমের ছুটিকে অনেকেই বলেন বাড়াবাড়ি। ফ্রান্সে ৮ সপ্তাহ, জার্মানিতে ৬ সপ্তাহ স্কুল ছুটি থাকে।
Be the first to comment