চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমি অধিগ্রহণ করল নজরুল বিশ্ববিদ্যালয়

Spread the love

চুরুলিয়ায় নজরুল ইসলামের ভিটেতেই তাঁর নামে ইউনিভার্সিটি করার জন্য আবেদন জানানো হলে সেটা সম্ভব হয়ে ওঠেনি। পরে ২ নম্বর জাতীয় সড়কের পাশে নজরুল সরণীর উপর কাল্লা মোড়ে নজরুল বিশ্ববিদ্যালয় হয়। শেষপর্যন্ত রাজ্য সরকারের শিক্ষা দফতর নজরুল অ্যাকাডেমি অধিগ্রহণ করার কথা জানায় কাজী নজরুল ইউনিভার্সিটিকে। তারপরই চলতি মাসের ৮ ও ৯ তারিখে রেজিস্ট্রি করে নজরুল অ্যাকাডেমিকে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে কাজী নজরুল ইউনিভার্সিটি।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নজরুল প্রেমীরা। তাঁদের বক্তব্য, অধিগ্রহণ করার ফলে নজরুল অ্যাকাডেমির সম্পত্তি বাঁচানো সম্ভব হবে। কারণ মিউজিয়াম, লাইব্রেরিতে নজরুলের হাতে লেখা অসংখ্য চিঠি, তাঁর গান-বাজনার যন্ত্রাংশ, বই সহ প্রচুর সম্পত্তি রয়েছে। পাশাপাশি জমি-জায়গাও রয়েছে। এখন জমি-জায…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*