২০ হাজার লিটার কেরোসিন চুরি করছিল দুষ্কৃতীরা, হানা দিল CID

Spread the love
রেশনের জন্য বরাদ্দ কেরোসিন চোরা পথে বিক্রি করে দেওয়া নতুন কোনও ঘটনা নয়। তবে দশ-বিশ লিটার নয়, একেবারে ২০ হাজার লিটার তেল চোরা পথে বিক্রি? হ্যাঁ, এমনই ঘটনা প্রকাশ্যে এল শহর শিলিগুড়িতে। সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে CID।
গোপন সূত্রে খবর পেয়ে তেল চুরির ঘটনায় নজরদারি চালাচ্ছিল CID। প্রায় একমাস নজরদারি চালানোর পর গতকাল হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে CID। ধৃতর নাম মনোরঞ্জন রায়৷ বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়।
CID সূত্রে জানা গেছে, কিরণ এজেন্সির নামে প্রায় ২০ হাজার লিটার কেরোসিন ট্যাঙ্কারে ভরা হয়েছিল IOC-র শিলিগুড়ি ডিপো থেকে। ওই কেরোসিন রেশনের গ্রাহকদের জন্য আলিপুরদুয়ারে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কেরোসিন বোঝাই ট্যাঙ্কারটিকে আলিপুরদুয়ার নিয়ে যাওয়ার বদলে শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর থানা এলাকার ইস্টার্ন বাইপাস লাগোয়া একটি গ্যারাজে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই তেল দুষ্কৃতীরা অন্য একটি ট্যাঙ্কারে ঢালে৷ তখন সেখানে CID-র টিম পৌঁছাতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে ওই চক্রের অন্যতম সদস্য মনোরঞ্জন রায় পালাতে পারেনি। সে ধরা পড়ে৷ দুষ্কৃতীদের ধাওয়া করতে গিয়ে আহত হন CID-র এক কনস্টেবল।
CID সূত্রে খবর, ঘটনাস্থলে প্রায় পাঁচজন ছিল। চারজন পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছে CID। তবে চক্রের মাথা কে এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত করছে CID।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*