নিয়ম মেনে শুটিংয়ের অনুমতি কেন্দ্রের

Spread the love

ফ্লোরে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং, মাস্কের ব্যবহার বাধ্যতামূলক ও কম করে ছয় ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই সব নিয়ম মেনেই কাজ করতে হবে দেশের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন হাউজ়গুলিকে। কোরোনা পরিস্থিতির মধ্যে মিডিয়া প্রোডাকশন ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের একাধিক নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ এই নিয়মাবলী প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর।

মার্চের শুরু দিকেই দেশে থাবা বসায় কোরোনা। এর সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল ও যাবতীয় শুটিং। জারি হয় লকডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে রাজ্য সরকারের অনুমতি পেয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শুটিং। আর আজ দেশজুড়েই শুটিং শুরু করার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। তবে শুটিং করতে গেলে অবশ্যই মেনে চলতে একাধিক বিধিনিষেধ।

স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (SOP)। আজ আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেন মন্ত্রী। SOP-র উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ জাওড়েকর বলেন, “মিডিয়া ইন্ডাস্ট্রির কাস্ট এবং ক্রুদের জন্য একটা সুস্থ ও সুরক্ষিত কাজের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

শুটিংয়ের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলতে হবে তার একটি তালিকা প্রকাশ করা হয় । যেখানে বলা হয়েছে…

মাস্ক বাধ্যতামূলক

বারবার হাত ধুতে হবে ও ফ্লোরে ঢোকার জায়গায় স্যানিটাইজ়ার রাখতে হবে । কাজের জায়গায় থুতু ফেলা যাবে না

আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে

ফ্লোরে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং

শুটিং লোকেশন, রেকর্ডিং স্টুডিয়ো ও এডিট রুমে কম করে ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে হবে

কোরোনার সঙ্গে মোকাবিলা করতে যেগুলি মেনে চলার দরকার সেই সংক্রান্ত পোস্টার সব জায়গায় দিতে হবে

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বসার ব্যবস্থা করতে হবে

অনলাইন, ই ওয়ালেট ও কিউ আর কোড স্ক্যান ব্যবহার করে টিকিট বুক করতে হবে

কাজ ও আশপাশের জায়গা মাঝে মধ্যেই স্যানিটাইজ় করতে হবে

কেউ কোরোনা পজ়িটিভ হলে জায়গাটিকে জীবাণুমুক্ত করতে হবে

খুব কম সংখ্যক কাস্ট ও ক্রুদের নিয়ে কাজ করতে হবে

দশর্কদের সেটে ঢোকা নিষেধ

আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে

সেট, মেক-আপ ভ্যান, শুটিংয়ের সরঞ্জাম ও বাথরুম রোজ জীবাণুমুক্ত করতে হবে

মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টদের PPE পরা বাধ্যতামূলক

ফ্লোরে উপস্থিত সবাইকে মাস্ক পরতে হবে । এমনকী, শুটিং শেষে তারকাদেরও মাস্ক করা বাধ্যতামূলক

ল্যাপেল মাইকের যতটা সম্ভব কম ব্যবহার এবং একটি ল্যাপেল যেন বাধ্যতামূলকভাবে একজনই ব্যবহার করেন

সাংবাদিক বৈঠকে প্রকাশ জাওড়েকর বলেন, “আমি অত্যন্ত খুশির সঙ্গে ফিল্ম এবং টেলিভিশন অনুষ্ঠানের শুটিংয়ের এই SOP-র ঘোষণা করছি । এই নিয়মগুলি মেনে সিনেমা ও ধারাবাহিকের শুটিং শুরু করা যাবে ।”

মহারাষ্ট্র, তামিলনাড়ু,পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হলেও, এখনও একাধিক রাজ্য শুটিং শুরুর অনুমতি দেয়নি । যার কারণে আটকে রয়েছে একাধিক ছবির শুটিং। তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় কিছুটা হলেও ছবি নির্মাতারা স্বস্তির নিশ্বাস ফেলবেন বলে অনুমান সিনে প্রেমীদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*