জলপাইগুড়ি জেলায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ অগাস্ট। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে থেকে শোনা যাচ্ছিল ১৭ অগাস্ট সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে পারে। আজ উত্তরকন্যায় জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে এসে সেকথাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
গতকাল সার্কিট বেঞ্চের কাজকর্ম খতিয়ে দেখতে জলাপাইগুড়ি গেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মন্ত্রী গৌতম দেব। তবে সেখানে সার্কিট বেঞ্চের উদ্বোধন কবে হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে কেউই কিছু জানাননি। তার একদিন পরেই মুখ্যমন্ত্রীর জানিয়ে দিলেন সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ অগাস্ট। তিনি বলেন, “এটা ৪০ বছর ধরে চেয়েছিল উত্তরবঙ্গের মানুষ। মানুষ চেয়েছে যে উত্তরবঙ্গে হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ হোক। সরকারের তরফে সেটা করে দেওয়া হয়েছে। ১৭ অগাস্ট উদ্বোধন হবে। আমি নিজেও আসব। মাথায় রাখবেন এটা আপনাদের একটা বড় পাওনা। আগে তো কিছুই ছিল না। এখন উত্তরকন্যা হয়েছে। আলিপুরদুয়ার একটা নতুন জেলা হয়ে গেছে। কোচবিহারে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে। এখানে স্পোর্টস স্টেডিয়াম তৈরি হয়েছে। সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে। প্রতিটি জেলা ঢেলে সাজানো হচ্ছে। আমরা নতুন নতুন প্রকল্প নিচ্ছি। কিন্তু চিন্তাভাবনা করার সময় পাওয়া যাচ্ছে না।”
পাহাড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “পাহাড়ে জলের সমস্যা হচ্ছে। কিন্তু মাঝেমাঝেই আন্দোলনের নামে বনধ ডেকে দিনগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে। নতুন করে পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না।”
Be the first to comment