গার্ডেনরিচের ৩৮ জন সিআইএসএফ জওয়ানের করোনা পজিটিভ

Spread the love

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যে সেনা ব্যারাক রয়েছে সেখানকার মোট ৩৮ জন জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে খবর। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই ব্যারাকের অফিস। স্যানিটাইজ করা হয়েছে গোটা এলাকা। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে।

জানা গেছে, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কর্মরত ছিলেন এক সিআইএসএফ এএসআই। দিন কয়েক আগে করোনার উপসর্গ দেখা দেয় ৫৫ বছরের ওই জওয়ানের। তাঁকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তখনই তাঁর লালা রসের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে মারণ ভাইরাস বাসা বেধেছে। তার পরেই পরীক্ষা করানো শুরু হয় তাঁর সঙ্গে একই ব্যারাকে থাকা জওয়ানদের।

শেষপর্যন্ত সোমবার মধ্যরাতে মৃত্যু হয় ওই জওয়ানের। পাশাপাশি, পজ়িটিভ রিপোর্ট আসতে থাকে ব্যারাকের সব জওয়ানের। এই নিয়ে এখনো পর্যন্ত গোটা দেশে সিআরপিএফ ও সিআইএসএফ বাহিনীর মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৭৫৮ জন সিআরপিএফ, বিএসএফ(বর্ডার সিকিউরিটি ফোর্স), সিআইএসএফ, (আইটিবিপি) ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি (সশস্ত্র সীমা বল) জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ সকালেই জানা গেছে, ৩১ বছর বয়সি ওই জওয়ান কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরে আত্মঘাতী হয়েছেন হাসপাতালে। ওই জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে। কিন্তু তাঁর পরিবার রাজস্থানের আলোয়ারে থাকেন। সেখানেই মোতায়েন ছিলেন ওই জওয়ান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*