বিধ্বংসী আগুন লাগল সিটি সেন্টার ২ এর কাছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ সিটি সেন্টার ২ এর কাছে আগুন লাগে। রাজারহাট নিউটাউনের আটঘরা পূর্বপাড়া ঝুপড়িতে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন । সূত্রের খবর, আগুন লাগার সময় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া গিয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই । অনেক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।
স্থানীয়দের অভিযোগ, ঝুপড়িতে আগুন লাগার পর দমকলকে খবর দেওয়া হলেও, অনেক দেরি করে দমদম এসে পৌঁছায়। ততক্ষণে সব শেষ। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। ঝুপড়িতে থাকা জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেন। ঝুপড়ির পাশেই রয়েছে আবাসন। একের পর এক বিস্ফোরণে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘরের বাইরে বেরিয়ে আসেন।
এদিকে দমকলের দাবি, সংকীর্ণ রাস্তা থাকায় প্রথমে ঘটনাস্থলে গাড়ি পৌঁছতে পারছিল না। পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুপড়িতে দাহ্য পদার্থ থাকায় প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। তাছাড়া একের পর এক গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পড়েছিল। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরই, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।
Be the first to comment