দলীয় কার্যালয় দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুন সিংয়ের গাড়ি

Spread the love

ব্যারাকপুরের সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ শ্যামনগর ফিডার রোডের ঘটনা ৷ দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় ৷ অভিযোগ, রবিবার সকালে শ্যামনগর ফিডার রোডে দলীয় কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে তৃণমূল ৷ বিজেপির দাবি, সেটি তাদের দলীয় কার্যালয় ৷ তৃণমূল সেটা দখল করার চেষ্টা করে ৷ তখন বিজেপি কর্মী-সমর্থকরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে অর্জুন সিং গেলে তাঁর গাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূল ৷ বেলচা দিয়ে অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ পরে ওই কার্যালয়টি পুনরায় দখল করে বিজেপি ৷ তবে দুপক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

তবে গাড়ি ভাঙচুরের পর অর্জুন সিং অভিযোগ করেন, তৃণমূল তাঁকে খুনের চক্রান্ত করছে ৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ ৷ এলাকার পরিস্থিত এখনও থমথমে ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷ ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*