শনিবার বিজেপির সংসদীয় প্রতিনিধি দল ফিরে যাওয়ার পরই পুলিশ-বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। কাঁকিনাড়ার কাছারি রোডে টহল দিচ্ছিল পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। সে সময় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা।
উল্লেখ্য, এদিন সকালেই ভাটপাড়ায় নিহত দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধানসভার বাম এবং কংগ্রেস পরিষদীয় দলের নেতারা। তারপর সেখানে আসেন বিজেপির তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন, দিল্লির সাংসদ সতপাল সিং এবং উত্তরপ্রদেশের সাংসদ বিডি রাম। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও।
Be the first to comment