পুরভোট ঘিরে ধুন্ধুমার বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে। শাসকদলের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে বাঁধল তুলকালাম। বুথের ভিতরই বচসায় জড়াল তৃণমূল-বিজেপি-বাম, তিন পক্ষ। হাতাহাতিতে জড়িয়ে পড়ল ২ প্রার্থী।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, অপর্ণা চৌধুরী নামে ওই মহিলা বাইরে থেকে এসে প্রতিবার ভোটেই তাঁকে মারেন। ইতিমধ্যেই মারামারি, হাতাহাতির ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। রিটার্নিং অফিসারকে রিপোর্ট জানাতে নির্দেশ।
বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্কের কমিউনিটি হলে সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। জানা যাচ্ছে, ভোট চলাকালীন-ই বিরোধী বিজেপি ও বাম শিবির খবর পায় যে, সেখানে তৃণমূল প্রার্থী তাঁর দলবল নিয়ে ছাপ্পা ভোট করাচ্ছেন। এরপরই বুথে গিয়ে প্রথমে প্রিসাংডিং অফিসারের সাথে কথা বলেন বাম প্রার্থী। তিনি অভিযোগ করেন যে, এখানে কোনও এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। পুলিশের দেখা নেই। শাসকদল ছাপ্পা ভোট করাচ্ছে।
Be the first to comment