নবম শ্রেণীর ছাত্রকে পিষে দিল একটি জেবিসি, ঘটনাস্থলে উত্তেজনা, কাউন্সিলারের অনুপস্থিতিতে ক্ষিপ্ত জনতা

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

দেবিপক্ষের সূচনাতেই বাঁশদ্রোণীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খালি হয়ে গেল এক মায়ের কোল। রোজকার মতো টিউশন পড়তে যাচ্ছিল এক নবম শ্রেণীর ছাত্র। কিন্তু পথেই ঘটে গেল এই ঘটনা। মাটিকাটা যন্ত্রের গাড়ি পিষে দিয়ে গেল তাকে। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের রাস্তা সারাইয়ের কাজ চলছিল। কিন্তু আজ মহালয়ার সকালেই ঘটে গেল এই বিপত্তি। কোচিং সেন্টারে যাওয়ার পথেই ঘটল এই ঘটনা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের খবর অনুযায়ী পায়ে হেঁটেই টিউশনিতে যাচ্ছিল ছাত্রটি। হঠাৎই জেসিবির সামনে এগিয়ে থাকা অংশটি পড়ুয়া ছাত্রটিকে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে এবং পিষে দেয় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার পরে স্থানীয়রা বিক্ষোভ দেখান জেবিসি ভাঙচুর করেন, তাদের বক্তব্য ছিল ঘটনাটি ঘটার পরেও কাউন্সিলর দ্রুত আসেননি কেন। ঘটনাস্থলে এরপর পুলিশ এলে তাদের ওপরও এলাকাবাসী চড়াও হন।
প্রায় পাঁচঘণ্টা কেটে যাওয়ার পরেও কাউন্সিলরকে ঘটনাস্থলে দেখা যায়নি। বাসিন্দাদের দাবি, তিনি থানায় বসে রয়েছেন, কিন্তু ঘটনাস্থলে আসছেন না। অনিতাদেবী ফোনে জানান, ‘‘ বিরাট এলাকা। এডিবির প্রজেক্টে প্রথমে নিকাশির কাজ হয়। রাস্তা তৈরির কাজ চলছিল। তাই সেখানে জেসিবি রাখা ছিল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।” একইসঙ্গে তিনি দাবি করেন ওই রাস্তা সারাইয়ের কাজ পুরসভা করছিল না, দায়িত্ব ছিল ঠিকাদার সংস্থার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*