উত্তর ২৪ পরগণা জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, বারাসাতের রবীন্দ্রভবনে হয় এই প্রশাসনিক বৈঠক। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,
১) কাজ করতে এত সময় কেন? লাল ফিতের বাঁধন কবে কাটবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। কাজ চটপট করতে হবে। ফাইল চালাচালিতে সময় নষ্ট করা যাবে না। লাল ফিতের বাঁধন বরদাস্ত নয়।
২) হাড়োয়ায় বাইরের লোক গণ্ডগোল করছে। এটা দেখতে হবে।
৩) উত্তর ২৪ পরগণা জেলায় দুটি জেলা পুলিশ হবে।বারাসাত ও বসিরহাট পুলিশ জেলা হবে।
৪) আইনশৃঙ্খলা আরো উন্নত করতে হবে। গরু পাচার রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। গরু পাচারে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
৫) সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়াতে হবে।
৬) ভারত-বাংলাদেশে সীমান্তে সেতু তৈরি করতে হবে। গাছ নষ্ট না করে সেতু হবে। মামলাকারীদের বুঝিয়ে বলতে হবে।
৭) ICDS-এর কাজ দ্রুত করতে হবে।
৮) কল্যাণী এক্সপ্রেসওয়ে মিশবে বেলঘরিয়া এক্সপ্রেওয়েতে।
৯) গাইঘাটার জলপ্রকল্পের সুবিধা পাবে চাকলা। ৬০০ কোটি টাকার জলপ্রকল্প করা হচ্ছে।
১০) ডানলপ থেকে ব্যারাকপুর ৬ লেনের রাস্তা করা হবে।
১১) বীজপুর থেকে কল্যাণী পর্যন্ত বেনামে জমি বিক্রি হয়ে গেছে। এগুলো দেখতে হবে। বেআইনিভাব জমি বিক্রি হলে ব্যবস্থা নিন।
১২) সামনে দোল ও হোলি আছে সবাই সজাগ থাকবেন। কোনো অঅপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
১৩) কৃষাণ ক্রেডিট কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
১৪) কন্যাশ্রীর কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
১৫) বনগাঁ ও বসিরহাট একটু সমস্যা রয়েছে। এটা দেখে নিতে হবে।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment