“সরকারে এলেই মূর্তি ভাঙতে হবে, এটা ঠিক নয়। সরকারে এলে, কাজ নয় হামলা করা।” মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে সরকারী সভায়(পরিষেবা প্রদান) ত্রিপুরাতে লেনিন মূর্তি ভেঙে দেওয়ার প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির বিজেপি সরকার বড় বড় কথা বলে। কাজে কিছু করতে পারে না।”
মুখ্যমন্ত্রী এদিন আর কি কি বললেন দেখে নেব, একনজরে-
১) ৩ মাস আগে আমি বাঁকুড়ায় এসেছিলাম। জেলাগুলিতে ভাল কাজ যাতে হয় সেজন্য জেলায় আসি।
২) বাঁকুড়ায় নতুন তিনটি সুপার স্পেশালিষ্ট হাসপাতাল হয়েছে।
৩) পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ করে দেওয়া হয়েছে।
৪) উন্নয়নের জোয়ার এসেছে।
৫) কন্যাশ্রী আমাদের গর্ব।
Be the first to comment