দফতরগুলির মধ্যে সমন্বয় নেই কেনো, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Spread the love

বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়া জেলার পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বিভিন্ন দফতরের মধ্যে কেনো সমন্বয় নেই, প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দিলেন এমনটা করলে চলবে না। একসঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। এদিন বিডিওদের একসঙ্গে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, এই জেলায় এগ্রিকালচার হাব হবে। হাসপাতালে নতুন মর্গ হবে। সরকারের এক পয়সাও দামি, এটা মাথায় রেখে কাজ করতে হবে সবাইকে। পানীয় জলের অসুবিধা থাকলে দ্রুত মেটাতে হবে। বাঁকুড়াতে বাঘ যেন ঢুকে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। জিএসটির ফলে ছোট ব্যবসায়ীদের অনেক অসুবিধা হচ্ছে, তাদের পাশে থেকে সাহায্য করতে হবে। ব্যাঙ্কগুলি খুচরো পয়সা নিতে অস্বীকার করছে, এটা দেখতে হবে। ইরাবতী নদীর সংস্কার করা হবে। কোথাও হিংসা হলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

-রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*