দুদিনের হিল বিজনেস সামিটে যোগ দিতে পাহাড়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বৃষ্টিস্নাত দার্জিলিং এ এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গেই এদিন পাহাড়ে আসেন একঝাঁক মন্ত্রী, আমলা। মঙ্গলবার থেকে ম্যাল চৌরাস্তায় শুরু হতে চলা দুদিনের এই বানিজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তাল সহ বেশকিছু প্রথম সারির শিল্পপতি। পাহাড়ে লগ্নী টানতে এই প্রথমবার এই ধরনের শিল্প সম্মেলন হচ্ছে দার্জিলিয়ে। শিল্প সম্মেলনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ১০০ দিনের বেশি অচল হয়ে থাকা পাহাড়। সেই স্বপ্নের কথা শোনা গেল জিটিএ-র অস্থায়ী চেয়ারম্যান বিনয় তামাঙ এর মুখে, “আমরা এই শিল্প সম্মেলন নিয়ে খুব আশাবাদী। প্রচুর শিল্পপতি আসছেন। আশা করছি, পাহাড়ে বিনিয়োগের বিষয়ে প্রচুর প্রস্তাব আসবে”। বিনয় তামাঙের মতো একই রকম আশাবাদী ‘সিআইআই’-এর উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার চেয়ারম্যান রাজীব লোচনও। তার কথায়, “আমরা এই শিল্প
সম্মেলন নিয়ে খুব আশাবাদী।আশা করছি শিক্ষা, চা, পর্যটন শিল্পে বিনিয়োগের প্রস্তাব আসবে”। তবে সতর্কবার্তাও শুনিয়েছেন তিনি। “আগে পাহাড়ে পাকাপাকিভাবে শান্তি ফেরানোর নিশ্চয়তা দিতে হবে”। পাহাড়ের সাধারণ মানুষের বক্তব্যও প্রায় তাই। অবশ্য শিল্পের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা তাদের কাছে অনেক বেশি কাম্য। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে দার্জিলিং পাহাড়ে একই সঙ্গে শিল্প ও শান্তি কায়েম হয় কি না।
রিপোর্টার _ রফিকুল জামাদার
Be the first to comment