পাহাড়ে প্রথম শিল্প সম্মেলনে ১৮ টি সেক্টরে প্রায় ২০০০ কোটি টাকার লগ্নির প্রস্তাব এল। ফলে স্বাভাবিক ভাবে খুশি মুখ্যমন্ত্রী থেকে পাহাড়বাসী। সেই খুশি এদিন দ্বিতীয় দিনের শিল্প সম্মেলনে প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এদিন শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে প্রায় ২০০০ কোটি টাকার বেশি লগ্নির প্রস্তাব এসেছে বিভিন্ন ক্ষেত্রে। এটা আমাদের বড় পাওনা। এদিন তিনি বলেন, “বেঙ্গল মিনস বিজনেস, দার্জিলিং মিনস বিজনেস।” তবে শিল্প সম্মেলনের প্রথম দিনের মতই শেষদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে পাহাড়ে শান্তির কথা। পাহাড়ে শান্তি না থাকলে যতই শিল্প সম্মেলন হোক না কেনো শিল্প গড়তে শিল্পপতিরা এগিয়ে আসবেন না তা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি। “শান্তি থাকলে সব হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই”- এই বক্তব্যের মধ্যে বিনয় তামাং ও মন ঘিসিংদের যে তিনি সাহস জুগিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে এ ও বলেন, “দার্জিলিং যখন ভাল চলেও, তখন কেউ কেউ পিছিয়ে দেওয়ার খেলা করে। এটা হতে দেবেন না। পাহাড়ে শান্তি বজায় রাখুন।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment