বিমল গুরুং-এর আর্জি খারিজ করল সুপ্রিমকোর্ট। সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দার্জিলিয়ে গণ্ডগোল গুরুং-এর মদতেই হয়েছিল, এই মর্মে হিংসা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। গা ঢাকা দেয় বিমল গুরুং। এরপর গুরুং সুপ্রিমকোর্টে আর্জি করেন, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এফআইআর করেছে। তার গ্রেফতারী পরোয়ানা যেন সুপ্রিমকোর্ট খারিজ করে। এবং পুরো তদন্ত সিবিআইকে যাতে দেওয়া হয়। তবে বিমল গুরুং-এর সেই আর্জি আজ খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ফলত এবার যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে একদা মোর্চা সুপ্রিমো তথা প্রাক্তন জিটিএ প্রধান বিমল গুরুং।
Be the first to comment