“কংগ্রেস ও বিজেপি দেশের জন্য যোগ্য নয়। আমরা শক্তিশালী ফেডারেল ফ্রন্ট চাই।” নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রাও।
এদিন তিনি আরো বলেন,
১) আমরা মনে করি আমাদের দেশের একটা বড় পরিবর্তন দরকার।
২) বিকল্প এক জোট শক্তির প্রয়োজন।
৩) দিদির সঙ্গে আলোচনা ভাল হয়েছে।দিদির নেতৃত্বে বাংলার অনেক উন্নতি হয়েছে।
*এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,*
১) মানুষকে একজোট করে ফেডারেল ফ্রন্ট হবে।
২) আমরাও ফেডারেল ফ্রন্ট চাই। এরপর ফ্রন্ট নিয়ে আরো আলোচনা হবে।
৩) আরো সমমনোভাবাপন্ন দলের সঙ্গে কথা বলব।
৪) অবিজেপি ফ্রন্ট হবে।
Be the first to comment