রিপোর্টার – রফিকুল জামাদার
হুগলির গুরাপে প্রশাসনিক বৈঠকের পর গুসকরাতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গুসকরাতে মুখ্যমন্ত্রী বলেন,
১) বালি খাদান নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গুসকরাতে প্রশাসনিক বৈঠকে পুলিশ কর্তাদের তলব করলেন মুখ্যমন্ত্রী।
২) জেল থেকে নিয়ন্ত্রণ হচ্ছে বালি খাদানের কারবার। বালি মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে। ব্যবস্থা নিন।
৩) জমি কেনাবেচাতে বেআইনী কারবার চলছে।এগুলো দেখতে হবে।
৪) মহাবীর জয়ন্তীতে অশান্তি রুখুন। অস্ত্র নিয়ে মিছিল চলবে না। মিছিল হলে বিকেলে হবে। পরীক্ষায় কোনো অসুবিধা করা চলবে না।
৫) কৃষকের জন্য ঋণ বাড়ানো হোক। এখন এত কম টাকায় কিছু হয়না। ৪০ হাজার টাকা থেকে বরাদ্দ বাড়ানো হোক। ব্যাঙ্ক গুলিকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।
ফাইল ছবি
Be the first to comment