দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Spread the love

দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শুরু।
১) সামনে পঞ্চায়েত, এলাকায় ভাল করে খেয়াল রাখবেন। কাজ করবেন ভাল করে। মিউনিসিপালিটি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্যদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২) বারুইপুরে জেল হচ্ছে। কাজ কেমন হচ্ছে, প্রশাসনিক বৈঠকে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী।
৩) ভাঙড়ের সমস্যা মেটাতেই হবে। ডিএম একটা মিটিং করবেন। অন্য কোনো রাজনৈতিক দলকে ডাকবে না। গ্রামের মানুষকে ডাকবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। কি বলছেন, আমাকে রিপোর্ট দেবেন। তারপর আমি সিদ্ধান্ত নেব।
৪) রাম বলেনি পিস্তল নিয়ে লড়াই করতে। রামের বদনাম করছে। তাদের হাতে কি ল এন অর্ডার ছেড়ে দিতে পারি? হুজুগে মস্তান, কয়েকটা গুন্ডা… বাংলার কালচার আলাদা, আমরা সব পালন করি। রামের নাম নিয়ে রামকে বদনাম করার জন্য অন্য পাড়ায় ঢুকে খুন করতে অ্যালাউ করিনি। প্রশাসন স্ট্রং অ্যাকশন নিন। সবার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। পরে ভুলে গেলাম চলবে না। প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।
৫) মাথায় ফেট্টি বেঁধে। হাতে পিস্তল নিয়ে মিছিল করছে। নতুন ধর্ম তৈরি করছে ওরা। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি।
ডিজিকে বলব কড়া পদক্ষেপ নেবেন। আর কোনো পুলিশ অফিসার যদি আন্ডারস্ট্যান্ডিং করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। আমি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
৬) ইস্ট বেঙ্গল, মহামেডান ক্লাবের ফ্লাড লাইট ও স্টেডিয়াম এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
৭) ডেঙ্গু মোকাবিলাতে কাজ ঠিক ঠাক হচ্ছে তো? ডিসেম্বর পর্যন্ত ভালো করে কাজ করতে হবে। সব পঞ্চায়ের সদস্যদের এই কথা বলি।
৮) চাষীদের কানো এত কম লোন দেওয়া হয়। তা নিয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। আমরা ৪০ হাজার থেকে ৭০ হাজার এর বেশি করতে চাইছি। সেখানে ৩২ হাজার ভিক্ষা দেওয়ার মত হচ্ছে। এটাকে বাড়াতে হবে।

৯) ১০০ দিনের কাজ ভাল করেছে এই জেলায়। তবে সব ব্লকে কি ভাল করেছে? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাউথ ২৪ পরগণা ভাল কাজ করেছে। ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম হয়েছে এই জেলা। অভিনন্দন আপনাদের।

১0) সরকার অনেক টলারেট করেছে। আর টলারেট নয়। ওরা চায় লোডশেডিং। তাই এই সব করছে। ৭ দিন টাইম দিলাম, জয়ন্তদা যা বলেছেন, ঠিক বলেছেন। ৭ দিনের মধ্যে এলাকার লোডশেডিং ও লো ভোল্টেজ ঠিক করতে হবে।

১১) খরা প্রবণ এলাকায় ডিপ টিউব করতে হবে। কোনরকমভাবে নেকলেজেন্সি বরদাস্থ করব না।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*